- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২২ | ৪:১০ অপরাহ্ণ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- মো. নজরুল ইসলাম তার মেয়ে মীম আক্তার (২) ও মো. ফারুকের মেয়ে জান্নাতুল নিছা (৩)।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিক জানান, সকালে খেলতে গিয়ে তারা ঘরের পেছনে থাকা পুকুরে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাদের ভেসে থাকতে দেখে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।