• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, বইছে দমকা বাতাস

    ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনাসহ উপকূলীয় এলাকায় বৃষ্টি, বইছে দমকা বাতাস

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ২:৩৮ অপরাহ্ণ

    খুলনা ও উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’ এর প্রভাবে হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি এবং দমকা বাতাস শুরু হয়।

    খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আঘাত হানতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় দানা মংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দূরে রয়েছে।

    আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (৪) বুধবার ঘূর্ণিঝড়ের তথ্য জানানো হয়েছে।

    বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’-এ পরিণত হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১