• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ঘোষিত বাজেটে এক শতাংশের কম মানুষ উপকৃত হবে: খসরু

    ঘোষিত বাজেটে এক শতাংশের কম মানুষ উপকৃত হবে: খসরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ৫:২৫ অপরাহ্ণ

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অবৈধ ও অনির্বাচিত সরকারের ঘোষিত বাজেট জনগণের বাজেট হতে পারে না। এ বাজেটে সরকারের সহযোগীরাই প্রাধান্য পেয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এ বাজেটে এক শতাংশেরও কম মানুষ উপকৃত হবে।
    সোমবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
    আমীর খসরু বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। বিএনপির আমলে অর্থনীতিতে স্ট্যাবিলিটি এসেছিল, আওয়ামী সরকার তা ধ্বংস করে দিয়েছে। আমি এ মডেলের নাম দিয়েছি ‘আওয়ামী মডেল অব ইকোনমি’। যে মডেল হচ্ছে নিজের পকেট ভরার মডেল, বিদেশে অর্থপাচার করার মডেল।
    গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকারিয়া লিংকন ও আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।
    এর আগে আমীর খসরু মিরপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, ফ্রি মেডিকেল সেবা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান যোগ দেন ।
    সেখানে তিনি বলেন, পেছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আন্দোলন, সংগ্রাম করে জয়ী হতে হবে। পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। কঠিন সময়েও আলোর মুখ দেখতে পাচ্ছি। ভোট চুরির প্রকল্প ভেঙে চুরমার করে দিতে হবে। জীবনের বিনিময়ে হলেও জয়ী হতে হবে। ফয়সালা না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।

     

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১