• আজ শনিবার
    • ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চকলেট কিনে দেয়ার কথা বলে ৯ বছরের শিশুকে ধর্ষণ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৪:৫৬ অপরাহ্ণ

    ঢাকার আশুলিয়ায় শিশুকে (৯) চকলেট কিনে দেয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কবিরাজ কামাল হোসেন ওরফে অষ্ট কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁদপুর জেলার মতলব থানার পাটন প্রধানবাড়ী গ্রামের মৃত আবু মোহাম্মদ প্রধানের ছেলে কামাল হোসেন। পেশায় তিনি কবিরাজি।

    এ বিষয়ে আশুলিয়া থানা এস আই আল মামুন কবির জানান, ভুক্তভোগী শিশুটির মা বাবা পোশাক শ্রমিক। তারা আশুলিয়ার আউকপাড়ার আদর্শগ্রামে ভাড়া থেকে কাখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো ৩ আগস্ট ৯ বছরের মেয়েকে বাসায় রেখে কারখানায় কাজ করতে যায় বাবা- মা। এরপর মেয়েটি বাসার সামনে খেলা করছিল। এ সময় কবিরাজ তাকে চকলেট কিনে দেয়ার কথা বলে তার ওষুধের ফার্মেসিতে নিয়ে ধর্ষণ করে।

    তিনি আরও জানান, ঘটনা জানাজানি হলে কবিরাজ আত্মগোপনে যায়। এ ঘটনায় ১৯ আগস্ট মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১