- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জুলাই ২০২৩ | ৭:২১ অপরাহ্ণ
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরিয়ম নামে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
ডেঙ্গুতে গত জানুয়ারি থেকে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে। ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ২৪১ জন। আক্রান্তদের বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ২৭৪ জন রোগী চিকিৎসাধীন। ১ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত ২৫ জুলাইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানে হয়, শনাক্তদের মধ্যে ৬৫ জন সরকারি হাসপাতালে এবং ৪৯ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৩০ জন, সংক্রামক ব্যাধি হসপিটালে (আইডিএইচ) ১০ জন, চট্টগ্রামের ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৯৫ জন চিকিৎসাধীন।