ছোট্ট শিশুটি নিজেই পছন্দ করছে তার ঈদের জামা।
শুধু শিশুই নয়। ছিলো নানা বয়সী মানুষের বাহারি সব পোশাক। তারাও কিনছেন নিজের পছন্দের কাপড়টি। তাও মাত্র এক টাকার বিনিময়ে।
চট্টগ্রামের বাকিলয়ার একটি কমিউনিটি সেন্টারে ব্যতিক্রমী এই আয়োজনটি করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। যেখানে নানা ডিজাইনের পোশাকের পাশাপাশি ছিলো নিত্যপণ্য। মাত্র এক টাকায় নিজের পছন্দের পণ্যটি কিনতে পেরে খুশি এই মানুষগুলো।