- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২২ | ৪:০০ অপরাহ্ণ
চট্টগ্রামে এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের বিভিন্ন সরঞ্জামসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (২৮ আগস্ট) মধ্যরাতে নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় অভিযান চালিয়ে তেলসহ জাহাজের সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার নুর আলম (৩৮) পটুয়াখালী জেলার গলাচিপার সেকান্দর হাওলাদারের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকায় জাহাজের চোরাই জ্বালানি তেল বেচা-কেনা করা হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে তেলভর্তি একটি পিকআপ জব্দ করা হয়। পিকআপ থেকে ৩৫টি তেলের জারিকেনে সংরক্ষিত এক হাজার ৫০ লিটার চোরাই জ্বালানি তেল এবং জাহাজের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় নুর আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নুর আলম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করেন। পরে ওই তেল বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকেন। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৮৪ হাজার টাকা।