- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২১ | ৬:০৩ অপরাহ্ণ
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় একটি জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে থানার চরপাড়া এলাকায় অবস্থিত গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
তিনি বলেন, ‘দুপুরে জুটের গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস তিনটি ইউনিটের নয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। এখনো আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। নির্বাপণ শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত করা হবে।’