• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চট্টগ্রামে দু’জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

    চট্টগ্রামে দু’জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ

    প্রথমবারের মতো চট্টগ্রামের দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এই রোগ শনাক্ত হয়।

    জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া দুইজন হলেন, মো. জাবেদ (৪২) ও রিফাত আরা (৪২) ।

    চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, “বেসরকারি এপিক হেলথ কেয়ার ল্যাবে পরীক্ষায় সোমবার রাতে দু’জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা।”

    চট্টগ্রামের মেডিসিন বিশেষজ্ঞ ওয়ালিউল্লাহ ও মো. নুরুন্নবী তাদের ব্যক্তিগত চেম্বার থেকে রোগী দু’জনকে পরীক্ষার জন্য এপিক হেলথ কেয়ারে পাঠান। সেখানে সোমবার রাতে রিপোর্টে জিকার অস্তিত্ব মেলে।

    জিকা ভাইরাসে আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়ার উপসর্গ রয়েছে, অন্যদিকে আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়ার উপসর্গ দেখা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, বেসরকারি ল্যাবে রোগীটির রক্তে জিকা ভাইরাসের অস্তিত্বের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি একটি কম্বাইন কীট দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। এ কারণে আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।

    তিনি বলেন, “বিষয়টি আমরা ইতোমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)-কে জানিয়ে দিয়েছি। পরবর্তী পরীক্ষার ফলাফল ও সিদ্ধান্ত আইডিসিআরের দিকনির্দেশনার ওপর নির্ভর করছে।”

    চিকিৎসকরা জানান, জিকায় ডেঙ্গুর মতো জীবনঝুঁকি নেই। তবে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি অনাগত শিশুর অপরিপূর্ণতার কারণ হতে পারে। ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল আনোয়ার আরও জানান, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা—এই তিনটিই এডিস মশার কামড়ে ছড়ায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১