- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২২ জুন ২০২১ | ৪:৪৩ অপরাহ্ণ
ঢাকার মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরির হার ৭১ শতাংশ। বস্তিতে সংক্রমণও বেশি। পাঁচ মাস ধরে গবেষণা চালিয়ে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি।
অনেকেরই ধারণা ছিলো বস্তি এলাকার বাসিন্দাদের মাঝে করোনা সংক্রমণের হার কম। তবে সেই ধারণা পাল্টেছে আইসিডিডিআরির এক গবেষণায়।
গেলো বছরের অক্টোবর থেকে এবছরের ফেব্রুয়ারি এই ৫ মাসে গবেষণা করে আইসিডিডিআর,বি। এই গবেষণায় অংশ নেন ঢাকা এবং চট্টগ্রামের ৩,২২০ জন। যাদের প্রায় অর্ধেকের ছিলেন বস্তিবাসী।
গবেষণায় দেখা যায়, বস্তিতে করোনা সংক্রমণের হার ৭২ শতাংশ এবং বস্তির বাইরেএই হার ৬২ শতাংশ।
গবেষণার ফলাফলে আরো উল্লেখ করা হয় ঢাকায় ৭১ শতাংশ মানুষের মাঝে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। চট্টগ্রামে এ হার ৫৫ শতাংশ। মহিলাদের মাঝে অ্যান্টিবডি তৈরির হার ৭০ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৬৬ শতাংশ। এর মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তার ৩৫.৫% শতাংশের উপসর্গ ছিলো মৃদু।
এছাড়া স্বল্পশিক্ষিত, অধিক ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্তদের করোনা আক্রান্তের হার বেশি। বিসিজি টিকা গ্রহিতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কায়িক শ্রম দেন যারা, তাদের আক্রান্তের হার কম।
বক্তারা বলেন, হার্ড ইমিউনিটির মাধ্যমে নয়, টিকা দেয়ার মাধ্যমেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হবে।