- আজ বৃহস্পতিবার
- ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৪ | ৪:৪৯ অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ বির্বাচনের ভোট গ্রহন শেষ হয়েছে বিকাল চারটার দিকে। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৭ জানুয়ারি) বিকেল চারটায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে বাতিল করেছে। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।
কী ধরনের বিধিলঙ্ঘন করেছেন জানতে চাইলে তিনি বলেন, মোস্তাফিজুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি প্রদর্শন করেছেন। সার্বিক বিষয়টি বিবেচনা করে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |