- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ অক্টোবর ২০২১ | ৯:০৭ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণির বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, চলতি মাসেই দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
সোমবার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলে, সেজন্য আশা প্রকাশ করছেন, এই মাসের মধ্যেই সবগুলো খুলে দেওয়া হবে।