- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৪:৫৭ অপরাহ্ণ
চলতি সপ্তাহে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম। পদত্যাগের পর নতুন দলের দায়িত্ব নিবেন তিনি। আগামী ২৬ ফেব্রুয়ারি হতে পারে নতুন দলের ঘোষণা। ওই দিনই নাম ও কমিটি ঘোষণা করা হবে। তার আগের দিনই নাহিদ ইসলামের পদত্যাগের সম্ভবনা আছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
নাহিদ ইসলাম গত বছরের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে ১৬ আগস্ট থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি। গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে।
নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে জানান, দল তৈরির জন্য ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে।
চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে নতুন দল যাত্রা শুরু করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম-সাংগঠনিক কাঠামো এখনও চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে সূত্র বলছে, সাংগঠনিক কাঠামোতে পদ সংখ্যা বাড়ানো হতে পারে। এতে যুক্ত হতে পারে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ। আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র- এ চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে।
তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি।