• আজ বৃহস্পতিবার
    • ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা

    চলে গেলেন ‘জেমস বন্ড’ খ্যাত অভিনেতা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২৫ | ৭:১০ অপরাহ্ণ

    ‘জেমস বন্ড’ খ্যাত বর্ষীয়ান হলিউড অভিনেতা জো ডন বেকার মারা গেছেন। গত ৭ মে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেতার পরিবার। বেকারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

    জেমস বন্ডের তিনটি সিনেমায় জো ডন বেকারের অসাধারণ অভিনয় মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে। ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি জো ডন বেকার জন্মগ্রহণ করেন। ‘ফক্স নিউজ’ সূত্রে জানা গেছে, টেলিভিশন সিরিজ ‘হানি ওয়েস্ট’র মাধ্যমে ১৯৬৫ সালে অভিন অঙ্গনে যাত্রা করেন। প্রথম কাজেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন বেকার।

    ১৯৬৭ সালে ‘কুল হ্যান্ড লুক’-এ অভিনয়ের প্রস্তাব পান। এরপর ১৯৭৩ সারে ক্যারিয়ারে নতুন মোড় নেয়। সে বছর ওয়াকিং টল-এ শরিফ বাফর্ড পোজার চরিত্রে বেকারের অভিনয় তুমুল প্রশংসিত হয়। সেই সাফল্যেরই পরই তিনি জেমস বন্ড সিরিজে অভিনয়ের সুযোগ পান।

    এছাড়াও বেকারের ঝুলিতে রয়েছে ‘লিভিং ডেলাইটস’, ‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’র মতো সফল কাজ। এ অভিনেতা দীর্ঘ ৫ দশক দাপটের সঙ্গে অভিনয় করেছেন। ‘চার্লি ভ্যারিক’, ‘দ্য ন্যাচারাল’, ‘কেপ ফিয়ার’, ‘ফ্লেচ’, ‘মার্স অ্যাটাকস’, ‘রিয়েলিটি বাইটস’র মতো বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের সিরিজ ‘আইশিড’ এ-ও কাজ করেছেন এ অভিনেতা। ক্লাসিক শো ‘গানস্মোক’, ‘মিশন ইম্পসিবল’, ‘ইন দ্য হিট অব নাইট’-এ অতিথি শিল্পী হিসেবে জেমস বন্ড খ্যাত অভিনেতাকে দেখা গেছে।

    ব্রিটিশ মিনিসিরিজ ‘এজ অফ ডার্কনেস’-এ অভিনয়ের জন্য ‘বাফটা’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত শেষ সিনেমা ‘মাড’। চলতি বছর অভিনয় থেকে অবসর নিয়েছিলেন বেকার। ক্যালিফোর্নিয়ার মিশন হিলসে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১