• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    চাঁদপুরে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

    চাঁদপুরে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৩ | ৫:৫৪ অপরাহ্ণ

    চাঁদপুরে প্রেমে ব্যর্থ হয়ে রিপা সরকার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    বুধবার (১৩ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের গুয়াখোলা সড়কে শুক্কুর মাষ্টারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রয়াত বিশ্বনাথ সরকারের কলেজ পড়ুয়া মেয়ে রিপা সরকারের সঙ্গে স্থানীয় এক যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ওই যুবক কিছুদিন পূর্বে অন্যত্র বিয়ে করেন। এ নিয়ে রিপা সরকার ও প্রেমিক যুবকের মধ্যে মান-অভিমান চলছিল। এ ঘটনার জের ধরে রিপা সরকার আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

    খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন রিপা সরকারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রিপা সরকার চাঁদপুর কলেজে মাস্টার্সে পড়তো বলে তার পরিবার সূত্রে জানা যায়।

    স্থানীয়রা আরও জানান, রিপা সরকারের বাবা বিশ্বনাথ সরকার ১০ বছর পূর্বে একইভাবে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তার স্ত্রী জোসনা সরকার স্বামীর মৃত্যুর পর মানুষের বাসা বাড়ীতে কাজ করে ছেলে মেয়েকে বড় করে তোলেন।

    চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলার রুজু করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০