- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২১ | ১:৩৪ অপরাহ্ণ
চিলির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বামপন্থী গ্যাব্রিয়েল বরিস। প্রেসিডেন্ট নির্বাচনে ৫৬ ভাগ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হোসে অ্যান্তনিও কাস্ত ৪৪ ভাগ ভোট পেয়েছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
হোসে অ্যান্তনিও কাস্ত পরাজয় মেনে নেয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গ্যাব্রিয়েল বরিস আজ থেকে আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট এবং আমাদের সবার শ্রদ্ধার পাত্র।’
দায়িত্ব গ্রহণের পর ৩৫ বছরের বরিস বিশ্বের সর্বকনিষ্ঠ নেতাদের একজন হতে যাচ্ছেন। তিনি চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।