- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৫ | ৫:৩২ অপরাহ্ণ
করোনাভাইরাস পর এবার চীনে হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভাইরাসে আক্রান্ত রোগী বেশি শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এশিয়ার কয়েকটি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, দেশটির উত্তরাঞ্চলে এইএমপিভি আক্রান্ত রোগী বেশি। সেখানে সব বয়সীরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতিকে জটিল বলা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে জরুরি অবস্থা জারি করা হয়নি।
এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই। ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হাত ধোয়ার এবং মাস্ক ও অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃপক্ষ চীনে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। চীনের আশপাশের অঞ্চলগুলো কঠোর নজরদারি বাড়িয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, হংকংয়ে এ রোগে আক্রান্ত খুব কম রোগী পাওয়া গেছে।
এদিকে, জাপানের স্বাস্থ্য কর্তৃপক্ষ এই সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে। গত শনিবার জাপানে হাজার হাজার মানুষ ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত বলে খবর পাওয়া গেছে।
জাপান ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে, ১৫ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহে জাপানের ৫ হাজার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৯৪ হাজার ২৫৯ জন ফ্লু রোগী ভর্তি হয়েছে।
এইচএমপিভিতে আক্রান্তের লক্ষণ করোনাভাইরাসের মতোই। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা এবং শারীরিক দুর্বলতা দেখা দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপিভি সংক্রমণ মৃত্যুর কারণ হতে পারে। ২০২১ সালে ল্যানসেট গ্লোবাল হেলথে প্রকাশিত একটি নিবন্ধের বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র নিম্ন শ্বাসযন্ত্রের সংক্রমণ সম্পর্কিত মৃত্যুর এক শতাংশ এইচএমপিভি-র কারণে হতে পারে। বর্তমানে এইচএমপিভি বিরুদ্ধে কোনো টিকা বা কার্যকর ওষুধ নেই।