- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
| ০৩ জুলাই ২০২১ | ৮:৩১ পূর্বাহ্ণ
বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা চীনের সিনোফার্মের করোনাভাইরাসের ১১ লাখ টিকা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
প্রথম চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা নিয়ে চীনের রাজধানী বেইজিং থেকে ঢাকায় রওনা করে বাংলাদেশ বিমানের ২টি কার্গো উড়োজাহাজ। রাতেই সিনোফার্মের আরও ৯ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে জাতিসংঘের কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আরও ১৩ লাখ টিকা শনিবার সকালে দেশে পৌঁছাবে। যুক্তরাষ্ট্রের উপহারের টিকাও গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |