• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চীনের ১১ হাজার হলে মুক্তি পাচ্ছে সুশান্ত সিংয়ের ‘ছিছোরে’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ৮:০২ অপরাহ্ণ

    সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন তার ভক্ত অনুরাগীদের বেদনার জোয়ারে ভাসিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন এ অভিনেতা। বলিউডের ‘ধোনি’ খ্যাত রাজপুতের শেষ সিনেমা ‘ছিছোরে’ ২০২২ সালের ৭ জানুয়ারি চীনে মুক্তি পাবে।

    সিনেমার পরিচালক নীতেশ তিওয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগেও ভারতের বেশ কয়েকটি সিনেমা চীনে মুক্তি পেয়ে কয়েক শত কোটি টাকার ব্যবসা করেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত আমির খানের ‘দঙ্গল’ (২০১৬) চীনের বক্স অফিসে ১০০০ কোটি রুপির বেশি আয় করেছিল।

    দঙ্গল-এর পরে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোরে’ যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি সবাইকে বিনোদিত করেছে। বলিউডের বক্স অফিসে ১৫৩.০৯ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল সিনেমাটি।

    সেই সাফল্য নিয়ে এখন চীনের ১০০টিরও বেশি শহরে ১১,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

    সুশান্ত সিং রাজপুত ছাড়াও ‘ছিছোরে’- তে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, তাহির রাজ ভাসিন, প্রতীক বব্বর, তুষার পান্ডে, নবীন পলিশেট্টি, তুষার পান্ডে এবং সহর্ষ কুমার শুক্লা।

    মহামারীর পরে চীনে মুক্তি পাওয়া প্রথম ভারতীয় ছবি হবে ‘ছিছোরে’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১