• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    চীনে আবার ছড়াচ্ছে করোনা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ এপ্রিল ২০২১ | ১২:১৩ পূর্বাহ্ণ

    চীনে মূল ভূখণ্ডে আবার করোনাভাইরাস ছড়াতে শুরু করেছে। বিশেষত, দেশটির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্ত–সংলগ্ন এলাকাগুলোয় নতুন করে সংক্রমণের ঘটনা বাড়ছে। এই অঞ্চলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে মিয়ানমারকে দুষছে সংশ্লিষ্টরা।

    চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার চীনের মূল ভূখণ্ডে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন দেশটিতে ৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ–পশ্চিমাঞ্চলে মিয়ানমার সীমান্ত–সংলগ্ন এলাকাগুলোয় করোনা পরিস্থিতির অবনতি ঘটছে।

    গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ শনিবার করোনা শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন, এমন ৩ হাজার ৬৫০ জনকে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারেন্টিন ও গণহারে করোনা পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

    শুক্রবার শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে ইউনান প্রদেশের সাতজন ছাড়াও বাকি ১৯ জন বাইরে থেকে ভাইরাস বহন করে এনেছেন বলে জানিয়েছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন। তাদের বেশির ভাগের কোনো উপসর্গ ছিল না।

    চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ৯০ হাজার ২৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০