- আজ বৃহস্পতিবার
- ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৬শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৪ | ৬:৪০ অপরাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শুক্রবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান চীনে অনুষ্ঠাতব্য চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন ও এ সংক্রান্ত বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান চাইনিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।