• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    চীন-মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    চীন-মিয়ানমার সীমান্তে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

    চীন-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এছাড়া থাইল্যান্ডেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এই কম্পন অনুভূত হয়।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার চীন-মিয়ানমার সীমান্ত অঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ ​​কিলোমিটার (৬.২১ মাইল)।

    অন্য একটি গণমাধ্যম বলেছে, শুক্রবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের পূর্বাঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলেছে, ৫.৭ মাত্রার এই ভূমিকম্পটি শান রাজ্যের কেং তুং শহরের প্রায় ৭৬ কিলোমিটার (৪৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। অবশ্য ভূমিকম্পের ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও বিবরণ পাওয়া যায়নি। আর এই এলাকাটি চীন, লাওস এবং থাইল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১