• আজ শুক্রবার
    • ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ২ প্রার্থী

    চুয়াডাঙ্গায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার ২ প্রার্থী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৪ | ৮:৪৫ অপরাহ্ণ

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী জেলা জাপার সভাপতি সোহরাব হোসেন।

    অন্যদিকে দামুড়হুদা, জীবননগর এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত ঘোষণা দেন তারা।

    নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার বন্ধ করেছেন জাপার প্রার্থীরা। অন্য প্রার্থীদের ব্যাপক টাকা খরচের প্রতিবাদে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলেও জানান।

    সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা-১ আসনের লাঙ্গলের প্রার্থী সোহরাব হোসেন বলেন, অন্য প্রার্থীদের খরচের কাছে টিকে থাকা সম্ভব নয় এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি প্রচারণা বন্ধ করেছি, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

    চুয়াডাঙ্গা-১ আসনের লাঙ্গলের প্রার্থী রবিউল ইসলাম বলেন, কেন্দ্রীয় নেতাদের কোনো সহযোগিতা আমরা কখনও পাইনি।

    প্রসঙ্গত, নির্বাচনি সমঝোতার অংশ হিসেবে সারাদেশে জাপাকে ২৬টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এসব আসনে নৌকার কোনো প্রার্থী নেই। তবে জাতীয় পার্টি সারাদেশে মোট ২৮৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০