- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জানুয়ারি ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ
চুয়ডাঙ্গার উপরদিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ০৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গায়।
শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় এই তাপমাত্রা রেকর্ড করেন আবহাওয়া অধিদপ্তর।
সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০৯ দশমিক ৬ ডিগ্রী। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ ও দৃষ্টি সীমা ছিল ৫০০ মিটার। বাইরে ঘন কুয়াশার কারণে সাবধানে চলাচল করার অনুরোধ করেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলার মানুষ। গত কয়েকদিন সকালের সূর্যের দেখা মিলছে দুপুরে। প্রচণ্ড শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে এ জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ।
গত মঙ্গলবার এ জেলার তাপমাত্রা ছিল ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ১০ দশমিক ২ ডিগ্রী ও বৃহস্পতিবার ছিল ১৩ ডিগ্রী সেলাসয়াস ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপরদিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। শুক্রবার সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ০৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |