• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা

    চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:৪৪ অপরাহ্ণ

    বাংলাদেশের হয়ে অনেক প্রথমের স্বাক্ষী হয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার আরেক জায়গাও প্রথম হচ্ছেন ৪৮ বছর বয়সী আম্পায়ার। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাওয়া আম্পায়ার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও পরিচালনা করেছিলেন শরফুদ্দৌলা।

    আট বছর পর আবারো হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। সেই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার সঙ্গী হবেন রিচার্ড কেটেলবরো। টিভি আম্পায়ার জোয়েল উইলসনের বিপরীতে চতুর্থ আম্পয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ। আর ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ড্রু পাইক্রফট।

    ‘হাইব্রিড মডেলের’ চ্যাম্পিয়নস ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে করাচিতে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা। অন্য ম্যাচটি হচ্ছে আফগানিস্তান-ইংল্যান্ড, ২৬ ফেব্রুয়ারি। ওই ম্যাচে তার সঙ্গী জোয়েল উইলসন।

    এ ছাড়া গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। তবে ভিন্ন ভিন্ন দায়িত্বে। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে। আর ১ মার্চ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পাওয়া শরফুদ্দৌলা।

    শরফুদ্দৌলা কোন কোন ম্যাচ পরিচালনা করবেন সেটা যেমন স্পষ্ট তেমনি বাংলাদেশ ম্যাচের দিন কাকে কাকে আম্পয়ার হিসেবে পাচ্ছে সেটিও জানা গেছে।

    গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ার থাকবেন আড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অন ফিল্ড আম্পায়ার হিসেবে পাবে এহসান রাজা ও কুমার ধর্মসেনাকে। আর শেষ ম্যাচ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি খেলবে বাংলাদেশ। সেদিন অন ফিল্ড হিসেবে প্রথম ম্যাচের আম্পায়ার হোল্ডস্টকের সঙ্গে জুটি বাঁধবেন মাইকেল গফ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০