- আজ সোমবার
- ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জানুয়ারি ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ
কেন্দ্রীয় ছাত্রলীগকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির র্যালি উদ্বোধনকালে এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
এতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামীগের কেন্দ্রীয়, ছাত্রলীগের সাবেক নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগের কমিটি হয়েছে প্রেসিডেন্ট-সেক্রেটারি। অনেক কর্মী আশা নিয়ে বসে আছে। বাকি কমিটি পূর্ণাঙ্গ করতে যেন বেশি সময় না নেওয়া হয়। আমাদের আর দেরি করার সুযোগ নেই। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, রাজনীতিতে কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট থাকলে রেজাল্ট একদিন আসবেই। মূল্যায়ন একদিন হবে।