• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ছিনতাইকারীদের কবলে মাইক্রোবাস, পুড়িয়ে দেয়ার অভিযোগ

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ জানুয়ারি ২০২১ | ৬:৫৮ অপরাহ্ণ

    ছিনতাইকারীদের কবলে পড়ে হামিম গ্রুপের মাইক্রোবাস পুড়ে ফেলার অভিযোগ। এর আগে হামিম গ্রুপের পুড়ে যাওয়া এই মাইক্রোবাসটির চালককে অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে চালকের অভিযোগ রয়েছে ।

    গাজীপুরের মাওনা এলাকার হামিম টেক্সটাইল কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা তারেক ও চালক শহীদুল জানান, তাদের কোম্পানির একটি মাইক্রোবাস বৃহস্পতিবার বিকেলে অফিস ছুটি শেষে কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ঢাকায় নামিয়ে দেয়। পরে চালক শ্রীপুরের মাওনা ফেরার পথে গাজীপুরের মাষ্টারবাড়ি এলাকায় পৌঁছালে রাত দশটার দিকে ছিনতাইকারী চক্রের কবলে পড়ে। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা চালককে জিম্মি করে রাতভর মাইক্রোবাসটি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে এবং কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ভোরে কৌশলে চালক গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশের জঙ্গলে যাওয়ার পরপরই গাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে ওই চালক।
    এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে আগুন ধরে যায়। তবে গাড়ির চালক জিম্মি হওয়া ও ছিনতাইয়ের ঘটনা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১