- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মার্চ ২০২৩ | ৭:২৭ অপরাহ্ণ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার সিলেটে আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে অবশ্য আজ বুধবার ছিল বাংলাদেশ দলের অনুশীলন। যদিও বৃষ্টির বাগড়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি অনুশীলন। পরবর্তীতে সময় পরিবর্তন করে শুরু হয় দুপুর একটায়।
যদিও এদিন অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন এটা আগেই জানা ছিল। তবে মুশফিকের ছেলে অসুস্থ থাকায় তিনিও ছুটে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে সিলেটে ফিরছেন বলেই জানা গেছে।
মুশফিকুর রহিমের না থাকার ব্যাপারে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে ওর ছেলের শরীর খারাপ হয়েছিল। এজন্য সে ছুটি নিয়ে গিয়েছিল। আজকেই চলে আসছে। সাকিবও চলে আসছে।’
অবশ্য ম্যানেজার নাফিস জানালেন, আজ ঐচ্ছিক অনুশীলন ছিল, ‘আজকে কিন্তু ঐচ্ছিক অনুশীলন ছিল। কোনো দিন ঐচ্ছিক অনুশীলনে ৫ জন আসে, আবার কোনো দিন পুরো দল আসে।’