• আজ সোমবার
    • ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলকদ ১৪৪৬ হিজরি

    ছেলে ও পুত্রবধূসহ করোনায় আক্রান্ত মৌসুমী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ এপ্রিল ২০২১ | ৪:৫২ অপরাহ্ণ

    শনিবার (৩ এপ্রিল) রাতে তাদের করোনা টেস্টের রিপোর্ট আসে। তাতে ওমর সানী ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যদের রিপোর্ট পজিটিভ এসেছে।

    ওমর সানী-মৌসুমীর একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

    স্ট্যাটাসে স্বাধীন লেখেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’

    ওমর সানী বলেন, ‘কয়েক দিন আগে আমার মেয়ে ফাইজাও অসুস্থ হয়। তারও জ্বর হয়েছিল। কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। এরপর করোনার টেস্ট করানো হলে জানতে পারি, ফল নেগেটিভ। এর মধ্যে হঠাৎ আমার ছেলে ফারদীন আর বউমা অসুস্থ হয়। করোনার কিছু উপসর্গ তাদের মধ্যে আছে। গতকাল থেকে মৌসুমীরও শরীর ব্যথা, গলাব্যথা, হালকা জ্বর; যে কারণে সে পরিচালক সমিতির নির্বাচনে ভোট দিতেও যেতে পারেনি। ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে। সবার করোনা টেস্ট করাব। সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইছি, সবার যেন করোনা নেগেটিভ আসে।’

    নিজের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে ওমর সানী জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১