- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ জুন ২০২৩ | ২:৫২ অপরাহ্ণ
বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের ৯৮ শতাংশ মানুষকে কষ্টে রেখে দুই থেকে তিন শতাংশ লোক লুটপাট করে খাবে, আর আমরা বসে বসে আঙুল চুষবো, এটা হবে না।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছেন। এখন তাদের (সরকারকে) রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান বাঁচাবেন। চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন সিদ্ধান্ত আপনাদের।
রোববার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, মৌলবাদ নেই । জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে।
তিনি বলেন, এখন বিভিন্ন দেশ থেকে সরকারের কাছে কৈফিয়ত চাইছে। প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো মৌলবাদ ও জঙ্গিবাদে জড়াতে পারেন না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনার বয়স হচ্ছে। এখন আপনি ২২-২৩ ঘণ্টা জার্নি করে (আমেরিকায়) যেতে পারবেন না। কিন্তু আপনার আইসিটি উপদেষ্টা (প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়) তো সেখানে রয়েছেন।