- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২১ | ৭:৩০ অপরাহ্ণ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে রাজনৈতিক দলগুলো। আগামী বুধবার (১৭ নভেম্বর) তার ৪৫তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে বিএনপি, ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি পালন করবে।
বিএনপির দফতর থেকে জানানো হয়েছে, দলটির ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র পক্ষ থেকে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৭ নভেম্বর সকাল ১০টায় মওলানা ভাসানীর মাজার জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও দোয়া। এতে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পরের দিন ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মওলানা ভাসানীর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেবেন।
গণসংহতি আন্দোলনের প্রচার বিভাগ থেকে বলা হয়েছে, মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কয়েকদিনের কর্মসূচি পালন করবে গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৭ নভেম্বর সকালে টাঙ্গাইলে ভাসানীর মাজার প্রাঙ্গণে ‘জনতার সমাবেশ’, ২১ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় সমাবেশ। এসব কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, রফিকুল ইসলাম বাবলুসহ অনেকে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৭৬ সালে ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় পাকিস্তান এবং পরে বাংলাদেশের রাজনীতিতেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।