- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ অক্টোবর ২০২৩ | ২:৫৮ অপরাহ্ণ
আজ লিটন দাসের জন্মদিন। বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দিবেন অভিজ্ঞ এই ওপেনার- এমনটাই প্রত্যাশা ছিল সবার। সে আশায় গুঁড়েবালি। ভালো কিছু তো দূরের কথা। উল্টো জন্মদিনে গোল্ডেন ডাক মারলেন ডানহাতি এই ব্যাটার।
ম্যাচের প্রথম ওভারে বোলিংয়ে আসেন ট্রেন্ট বোল্ট। কিউই পেসারের প্রথম বলেই কয়েক ধাপ এগিয়ে যান লিটন। দুসাহসিক সেই সিদ্ধান্তে উইকেট বিলিয়ে দেন টাইগার ওপেনার। ফাইন লেগে তার ক্যাচ তালুবন্দী করেন ম্যাট হেনরি।
শুরুতেই ধাক্কা খাওয়ায় ব্যাটিং লাইনআপে পরিবর্তন এনেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনে নামিয়ে দিয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তানজিদ হাসানকে সঙ্গে নিয়ে দলকে টানছেন মিরাজ।