• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

    জমি লিখে না দেওয়ায় বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ জুলাই ২০২২ | ৩:১২ অপরাহ্ণ

    গাজীপুরের কালিয়াকৈরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় বাবা ও মাকে মারধরকারী কবির হোসেকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার চিনাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল গ্রামের মো. নেলুমুদ্দিনের (৬০) বড় ছেলে কবির হোসেন বাবা-মায়ের কোনো ভরণপোষণ দেন না। উল্টো তার নামে জমি লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় কবির হোসেনের নেতৃত্বে ৫-৭ জন যুবক জমি লিখে দিতে নেলুমুদ্দিনকে চাপ দেন। নেলুমুদ্দিন এতে অস্বীকৃতি জানালে কবির হোসেন ক্ষুব্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করেন।

    এ সময় মা বিলকিছ বেগম বাধা দিলে তাকেও রড দিয়ে মাথায় আঘাত করেন কবির। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এ সময় মা-বাবাকে বাঁচাতে ছোট ছেলে রাসেল (২৬) এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি মারপিট করা হয়। আহত বাবা-মা ও ভাই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

    এ ঘটনায় নেলুমুদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ জুলাই) বড় ছেলে কবিরসহ সাতজনের নামে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার সকালে উপজেলার চিনাইল গ্রামের নিজ বাড়ি থেকে কবির হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

    কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান মুন্সী বলেন, নির্যাতনের শিকার নেলুমুদ্দিনের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতার কবিরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০