• আজ শনিবার
    • ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ভারতীয় সেনাসহ নিহত ৩

    জম্মু-কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ভারতীয় সেনাসহ নিহত ৩

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১১:৩৩ পূর্বাহ্ণ

    ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে ‘সন্ত্রাসীদের সঙ্গে সংঘাতে’ ভারতীয় সেনাবাহিনীর দুইজন এবং পুলিশের একজন কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

    তবে সন্ত্রাসীদের হতাহতের সংখ্যা জানা যায়নি। আজ শুক্রবার এনডিটিভি জানায়, কোকারনাগের ঘন জঙ্গলে ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ।

    গত বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হন।

    ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর সংঘাত চলছে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ বলে জানা গেছে।

    সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

    বৃহস্পতিবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সৈনিক আহত হন।

    ভারতীয় নিরাপত্তাবাহিনী এই অভিযানে অত্যাধুনিক ড্রোন ও অস্ত্র ব্যবহার করছে জানা গেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১