• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

    জরুরি বৈঠক ডেকেছে বিসিবি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ জানুয়ারি ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ

    রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কটের পর এবার নড়েচড়ে উঠেছে বিসিবি। তাই, জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা পর্ষদ। হঠাৎ উঠা বিতর্কের সমাধান করতে চায় দ্রুত।

    বিপিএল আর বিতর্ক; দুটো শব্দই যেন একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যা চলে আসছে সেই প্রথম আসর থেকে এখন পর্যন্ত। দ্বাদশ আসরে এসেও তার ব্যতিক্রম হয়নি।

    এবারের বিপিএলের শুরুটা হয়েছিল টিকিট নিয়ে অব্যবস্থাপনায়। যদিও সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠা গেছে এতদিনে। এর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আবারো বেকায়দায় বিসিবি।

    বিপিএল শুরুর অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো এক টাকাও পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা। ফলে বুধবার (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিক অনুশীলন বর্জন করেন তারা। হুমকি দিয়েছেন ম্যাচ বয়কটেরও।

    এমতবস্থায় জরুরি মিটিং ডেকেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সন্ধ্যায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির কর্তাব্যক্তিরা। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বাকিরা।

    তবে শুধু রাজশাহী নয়, আরো বেশ কয়েকটি দলের বিরুদ্ধে পারিশ্রমিক সঠিকভাবে বণ্টন না করার অভিযোগ উঠেছে। যেখানে নাম এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালেরও।

    উল্লেখ্য, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আসর শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরো ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০