• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:২৪ অপরাহ্ণ

    জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় জাকিয়া কামাল মুন নামে একজন বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গত বুধবার(১৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

    দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় নাম জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার হিসেবে আব্দুল আজিজ বরাবরই ছিলেন আলোচনার কেন্দ্রে। বাংলা সিনেমার উঠতি নায়ক-নায়িকারা ভিড় করেন জাজ মাল্টিমিডিয়ায়।

    জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। সিনেমার নাম ছিল ‘ভালোবাসার রঙ’। এর পরের বছর ২০১৩ সালে মুক্তি পায় প্রতিষ্ঠানটির চারটি নতুন সিনেমা। আর ২০১৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতে।

    ২০১৫ সাল থেকে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র মুক্তি দেয়া শুরু করে জাজ মাল্টিমিডিয়া। এসকে মুভিজ, স্টার স্টুডিওস, ভায়াকম১৮স্টুডিওস, যশরাজ ফিল্মস, ধর্ম প্রডাকশন্স, কোনিডেলা প্রডাকশন কোম্পানি, মৈত্রী মুভি মেকারসের মতো ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগী হিসেবে এসব চলচ্চিত্র মুক্তি দেয়া হয়।

    জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে অগ্নি (২০১৪), অগ্নি ২ (২০১৫), নবাব (২০১৭), দহন (২০১৮), প্রেম আমার ২ (২০১৯), জ্বিন (২০২৩), পটু (২০২৪) ইত্যাদি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০