- আজ শনিবার
- ২০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ জানুয়ারি ২০২২ | ৫:২৯ অপরাহ্ণ
জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি) প্রতিষ্ঠাতা মিঠুন চৌধুরী। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করার জন্য জাতিসংঘের মহাসচিবকে আহ্বান জানাবেন বলে জানান।
আজ শনিবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ফর্মুলা বিষয়ক’ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বর্তমানে দেশে ‘রাজনৈতিক দেউলিয়াপনা’ চলছে দাবি করে মিঠুন চৌধুরী বলেন, ‘এর সমাধান শুধু জাতিসংঘ দায়িত্ব নিলেই সম্ভব। আমরা চাই জাতিসংঘের অধীনে একটি জাতীয় সরকার গঠন হোক। সেই সরকার হবে নির্বাচনকালীন সরকার। সময় থাকবে তিন মাস এবং সেই সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, সেটাই আমাদের প্রত্যাশা।’
সংবাদ সম্মেলনে থেকে জানানো হয়, বাংলাদেশ জনতা পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতা প্রদান করবে এবং এককভাবে নির্বাচন করার লক্ষ্যে আগামী মাসের প্রথম সপ্তাহ হতে সারা দেশে গণসংযোগ ও প্রার্থিতা বাছাই প্রক্রিয়া শুরু করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির অন্য নেতাকর্মীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |