• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে ইসলামী ঐক্যজোট

    জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে ইসলামী ঐক্যজোট

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই অবস্থান আমাদের ধরে রাখতে হবে। এজন্য আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অংশ নেব। এ কথা বলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান।

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    মিছবাহুর রহমান বলেন, আমাদের দল নির্বাচন কমিশনে এখনও নিবন্ধিত নয়। এ কারণে আমাদের দলীয় প্রতীক নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রতিষ্ঠার পর থেকে আমাদের দল মহাজোটের অন্যতম অংশীদার ছিল। এর আগে আমাদের দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। তবে আওয়ামী লীগ এবং তার দলীয় প্রধানের দুর্দিনে আমরা পাশে ছিলাম, এখনও থাকব।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই অবস্থান আমাদের ধরে রাখতে হবে। এবারের নির্বাচনে আমরা ৪০-৪৫টি আসন থেকে নির্বাচন করব।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১