• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জাপানে ক্ষোভ থেকে আবে হত্যাকাণ্ড : পুলিশ

    জাপানে ক্ষোভ থেকে আবে হত্যাকাণ্ড : পুলিশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুলাই ২০২২ | ৫:১০ অপরাহ্ণ

    জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ড তদন্তকারী পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজন ব্যক্তি ‘সুনির্দিষ্ট অর্গানাইজেশন’ এর বিরুদ্ধে ক্ষোভ পোষণ করতো। অভিযুক্ত বন্দুকধারী ৪১ বছরের তেতসুয়া ইয়ামাগামী ওই গ্রুপের সদস্য ছিল আর সেই কারণেই আবেকে গুলি করে বলে জানিয়েছে পুলিশ। তবে অর্গাইনাইজেশনটির নাম প্রকাশ করা হয়নি।

    শুক্রবার এক রাজনৈতিক প্রচারণায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান শিনজো আবে। পুলিশ জানিয়েছে, ইয়ামাগামী বাড়িতে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করার কথা স্বীকার করেছে।

    জাপানের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। বন্দুক সহিংসতা যে দেশে বিরল সেই দেশে ৬৭ বছরের প্রখ্যাত রাজনীতিবিদকে হত্যার ঘটনায় হতবাক হয়ে পড়েছে সবাই। গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের পুরনো দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন শিনজো আবে। রবিবার দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এলডিপির সদস্য এবং বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আবের মৃত্যুর খবরে তিনি ‘কেবল বাকরুদ্ধ’ হয়ে পড়েছেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের গণতন্ত্র ‘কখনোই সহিংসতার কাছে নত হবে না’। শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রচারণা ফের শুরু হবে। আর রবিবারের নির্বাচন যথা নিয়মে অনুষ্ঠিত হবে।

    পালানোর চেষ্টা করেনি বন্দুকধারী

    সুনির্দিষ্টভাবে আবেকে কেন লক্ষ্যবস্তু বানানো হলো তা এখনও তদন্ত করছে পুলিশ। এছাড়া হত্যাকারী একাই কাজটি করেছে কিনা তাও যাচাই করা হচ্ছে।

    আবে দক্ষিণাঞ্চলীয় শহর নারায় একটি রাস্তার মোড়ে এক প্রার্থীর পক্ষে বক্তব্য রাখছিলেন। ওই সময়ে তার পেছন দিকে আক্রমণ করে হামলাকারী। ওই প্রচারণার একটি ছবিতে দেখা গেছে, সন্দেহভাজন হামলাকারী গুলি চলার কয়েক মুহূর্ত আগেও আবের পিছনে দাঁড়িয়ে রয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক ব্যক্তি বড় একটি বন্দুক নিয়ে আবের কয়েক মিটারের মধ্যে চলে আসে আর দুইবার গুলি চালায়। সাবেক প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যান আর পথচারীরা অবিশ্বাস ও আকস্মিকতায় চিৎকার শুরু করেন।

    নিরাপত্তা কর্মকর্তারা বন্দুকধারীর দিকে ঝাঁপিয়ে পড়েন। হামলাকারী দৌড়ানোর কোনো চেষ্টা করেননি। আবেকে যে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে তা ধাতু ও কাঠের তৈরি বলে জানিয়েছেন কর্মকর্তারা। আর দেখা গেছে সেটি কালো টেপে মোড়ানো। আরও কয়েকটি বাড়িতে তৈরি বন্দুক ও বিস্ফোরক সন্দেহভাজনের বাড়িতে পাওয়া গেছে।

    আবের ঘাড়ে দুইটি গুলির ক্ষত তৈরি হয় এবং হামলার সময় তার হৃদযন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়। জানা যাচ্ছে হামলার পরও জ্ঞান ছিল তার এবং কয়েক মিনিট সাড়াও দিয়েছেন তিনি। তবে চিকিৎসকরা বলছেন, তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে জীবনের কোনও উল্লেখযোগ্য লক্ষণ দেখা যায়নি।

    চিকিৎসকরা কয়েক ঘণ্টা চালালেও তাতে কাজ হয়নি। স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটা তিন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। শনিবার সকালে আবের মরদেহ বহনকারী একটি কফিনকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখা গেছে। সেখান থেকে তাকে টোকিওতে নিজ বাড়িতে নেওয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০