- আজ সোমবার
- ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৭ই সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৬:০১ অপরাহ্ণ
বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। কিন্তু প্রার্থী দেওয়ার ক্ষেত্রে নাটকীয়তা দেখা দিয়েছে দলটিতে। ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে গত ২৭ ডিসেম্বর জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়াকে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করে। কিন্তু সপ্তাহ না পার হতেই সেখানে নতুন প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানীকে।
শুধু তাই নয়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে কলেজ শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মুকুলকে মনোনয়ন দিয়েছে দলটির মনোনয়ন বোর্ড। মঙ্গলবার (৩ জানুয়ারি) যখন তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে গণমাধ্যমে খবর পাঠানোয়, এর ঠিক ঘণ্টাখানেক আগে তিনি জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী প্রার্থীর কথা জানিয়ে বলেন, ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।
এর আগে গত ২৭ ডিসেম্বর জাপা মনোনয়ন বোর্ড ঠাকুরগাঁও–৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, বগুড়া-৪ আসনে শাহীন মোস্তফা কামাল, বগুড়া-৬ আসনে মো. নূরুল ইসলাম ওমরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে।
মঙ্গলবারের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।
মনোনয়ন বোর্ডের বৈঠকের আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হওয়া চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের শিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য ও সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন। এরমধ্যে কলেজ শিক্ষক মুকুলকে এমপি পদে প্রার্থী করা হয়।