• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জামিনের মেয়াদ বাড়লেও দুশ্চিন্তায় ইমরান

    জামিনের মেয়াদ বাড়লেও দুশ্চিন্তায় ইমরান

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ আগস্ট ২০২২ | ৮:১২ অপরাহ্ণ

    ইসলামাবাদের এক বিচারক ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে বিপাকে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে এরইমধ্যে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেফতার এড়াতে আগেই আদালতে হাজির হয়ে একদফা জামিন নিয়েছিলেন ইমরান। এবার সেই মামলায় তার জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছে আদালত।

    সন্ত্রাস দমন আইনে করা মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার সন্ত্রাস দমন আদালত তাকে জামিন দেয়। এরপর পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, ‘সরকার এভাবে তাকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।’

    আদালত আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করেছে। গত রবিবার ইমরানের বিরুদ্ধে এ মামলা হয়। পরদিন সোমবার ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে ২৫ আগস্ট পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল।

    পুলিশ হেফাজতে পিটিআই নেতা শাহবাজ গিলকে রিমান্ডে নিয়ে নির্যাতন করায় ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন নারী বিচারককে হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি। আর সেই ঘটনায় ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশের দাবি, ইমরানের এই কাণ্ড সন্ত্রাস দমন আইনের আওতাধীন।

    আপাতত জামিন পেলেও এই মামলায় ইমরানকে কারাগারেও যেতে হতে পারে এমনটাই বলছেন পাকিস্তানের অনেক আইন বিশেষজ্ঞ। আর দোষী সাবস্ত্য হলে নির্বাচনে প্রার্থীতা করার যোগ্যতাও হারাতে পারেন তিনি। ফলে দুশ্চিন্তা থেকে আপাতত মুক্তি মিলছে না এই পাকিস্তানি রাজনীতিবিদের।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০