• আজ শনিবার
    • ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৮শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জিএম কাদেরের পক্ষে মনোনয়ন জমা দিলেন তার স্ত্রী

    জিএম কাদেরের পক্ষে মনোনয়ন জমা দিলেন তার স্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ নভেম্বর ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন তার স্ত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের।

    এ সময় শেরিফা কাদেরও ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম জমা দেন। ফরম দুটি গ্রহণ করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

    এসময় জোটগতভাবে নির্বাচনে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফে কাদের বলেন, এ মুহূর্তে ঢাকা-১৮ আসনেই নির্বাচন করার জন্য প্রস্তুতি রয়েছে। আমি নির্বাচন করার জন্য তৈরি। আর আমরাতো জোটের সঙ্গে নেই, অনেক আগেই বের হয়ে গিয়েছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

    সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান পরিবেশ নিয়ে কোনো সন্দেহ আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয় নিয়ে আমাদের চেয়ারম্যান ও মহাসচিব কথা বলবেন। সমঝোতা হচ্ছে এ ধরনের কোনো কথা বলতে পারছি না, আবার হচ্ছে না এমন কোথাও বলতে পারছি না। নির্বাচন করবো সেটাই চূড়ান্ত।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১