- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১:৫৫ অপরাহ্ণ
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাওন ও সাবাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর নিজ নিজ পরিবারের জিম্মায় তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন ছিল।
এরপর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে এই দুই অভিনেত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |