• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ মে ২০২১ | ৯:২৭ পূর্বাহ্ণ

    জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির পথে হাজারো মানুষ। সঙ্গী পথের অবর্ণনীয় দুর্ভোগ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীদের পকেট কাটছেন বিকল্প যানবাহনের চালক-দালালরা। ঘাটে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে জরুরি ফেরি।

    গ্রীষ্মের খরতাপে যেনো পুড়ছে ঢাকা-মাওয়া মহাসড়ক। রোযা ও রোদের ক্লান্তি সঙ্গে করে ফেরিঘাটের দিকে যাত্রা ঘরমুখো মানুষের। কিন্তু, পদ্মাসেতু সড়কের টোলপ্লাজার কাছে বসেছে চেকপোষ্ট। মুন্সিগঞ্জের স্থানীয় মানুষ, রোগী ও জরুরী কাজে নিয়োজিতরা ছাড়া, এই পথে যাবার অনুমতি মিলছে না অন্য কারো।

    তবে, নিরাপত্তার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নানান রাস্তা ঘুরে শিমুলিয়া ফেরিঘাট পর্যন্ত পৌঁছে যান অনেকেই। সরকারের নিষেধ, করোনা সংক্রমণের ভয় আর পথে-পথে চরম ভোগান্তি; কোনো কিছুই থামাতে পারেনি না দক্ষিণাঞ্চলমুখী এই যাত্রীদের।

    জনসমাগম ঠেকাতে স্বাভাবিক নিয়মে চলছেনা ফেরি। তাই, প্রচণ্ড গরমে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টার অপেক্ষা কোনো একটি অ্যাম্ব্যুলেন্স আসবে বলে। কারণ, কেবল রোগী কিংবা মরদেহ পারাপারের জন্য ছাড়া হচ্ছে ফেরি। স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব অনেক দূরের কথা, গাদাগারি করে হলেও বাড়ি যেতে মরিয়া।

    দুপুর পর্যন্ত শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় চারটি ফেরি। নৌ-টহল জোরদার থাকায় ট্রলারে যাত্রী পারাপারে সুযোগ ছিলো না। সাধারণ মানুষের অভিযোগ, নামমাত্র লকডাউনে যখন অন্যসব খোলা, তখন দূরপাল্লার পরিহবন বন্ধ রেখে জটিলতা বেড়েছে আরো।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০