• আজ রবিবার
    • ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    জুলাই চেতনার পরিপন্থী মব সন্ত্রাস : অ্যাটর্নি জেনারেল

    জুলাই চেতনার পরিপন্থী মব সন্ত্রাস : অ্যাটর্নি জেনারেল

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৫ | ৪:৫৮ অপরাহ্ণ

    মব সন্ত্রাস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জুলাই আন্দোলনের মূল চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার(৫ জুলাই) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত এক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। তিনি সতর্ক করেন যে, মব সন্ত্রাস অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক অর্জন ব্যাহত হতে পারে।

    অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতরা এবং তাদের সহায়ক সংগঠনগুলো নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সত্তা’ আখ্যায়িত করে বলেন, এর সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবেন, তাদেরও আইনের আওতায় আনা হবে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

    ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার সভাপতির বক্তব্যে বলেন, জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে গুম, খুন, টর্চার সেল, আয়নাঘর গড়ে নির্যাতনের যে সংস্কৃতি চালু হয়েছিল, তা ক্ষমার অযোগ্য।

    তিনি শেখ হাসিনাকে ‘স্বৈরাচারের দূত’ এবং ‘ফ্যাসিস্টের গডমাদার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, জনরোষে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়াই তার অন্যায়ের প্রমাণ। জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণই দেশের মালিক। জনগণকে বঞ্চিত করে কেউ চিরকাল ক্ষমতায় থাকতে পারবে না। এ কারণে নতুন সরকার ও রাজনৈতিক শক্তিগুলোকে হত্যা-গুমের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

    ছায়া সংসদে অংশ নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    ছায়া সংসদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, উপ-সচিব রোকেয়া পারভীন জুই, উন্নয়ন ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোর্শেদ, সাংবাদিক হাসান জাবেদ ও সাংবাদিক আহমেদ সরওয়ার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১