- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ জানুয়ারি ২০২২ | ৭:১২ অপরাহ্ণ
হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। তার বিখ্যাত সব চরিত্রে মধ্যে জেমস বন্ড অন্যতম। তিনি বর্তমান সময়ে জেমস বন্ড হিসেবেই বেশি খ্যাতি লাভ করেছেন। ২০০৬ সালের ক্যাসিনো রয়াল চলচ্চিত্রের মাধ্যমে তিনি বন্ড চরিত্রে অভিনয় শুরু করেন।
জেমস বন্ড চরিত্রের ৬০ বছর উপলক্ষে নির্মিত ‘নো টাইম টু ডাই’ সিনেমাতেও তিনি হাজির হয়ে দর্শক মাতিয়েছেন। ছবিটি গেল বছরের শেষ দিকে মুক্তি পেয়ে দুনিয়াব্যাপী ঝড় তুলে।
নতুন সুখবর হলো, আবারও সিনেমাটি মুক্তি পাচ্ছে। এবার ওটিটি প্লাটফর্ম ‘আইম্যাক্স’- এ দেখা যাবে সিনেমাটি।
ড্যানিয়েল ভক্তরা ২১ জানুয়ারি থেকে আইম্যাক্সে জনপ্রিয় এ সিরিজটি দেখতে পাবেন।
ড্যানিয়েল ছাড়াও ‘নো টাইম টু ডাই’ সিনেমায় আরও অভিনয় করেছেন লেয়া সেডক্স, রামি মালেক, লাশানা লিঞ্চ, আনা ডি আরমাস, রাল্ফ ফিয়েনস, জেফরি রাইট এবং আরও অনেক প্রতিভাবান অভিনেতা।