- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৯ জুন ২০২১ | ১১:২৪ পূর্বাহ্ণ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এ ক্রিকেটারসহ মোহামেডানের কয়েকজনের বিপক্ষে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ উঠেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তদন্তের অংশ হিসাবে সাকিবের ঢাকা লিগের দল মোহামেডান ক্লাবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, আমরা মোহামেডানকে চিঠি দিয়েছি। তাদের দুদিনের সময় দেওয়া হয়েছে চিঠির উত্তর দেওয়ার জন্য। জবাব পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।