• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    জোকোভিচের হাঁটুতে সফল অস্ত্রোপচার

    জোকোভিচের হাঁটুতে সফল অস্ত্রোপচার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ জুন ২০২৪ | ৫:০১ অপরাহ্ণ

    চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন নোভাক জোকোভিচ। প্যারিস ছেড়েই আঘাতপ্রাপ্ত স্থানে অস্ত্রোপচার করিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভক্তদের এই সুখবর দিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক।

    রোলা গারোতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলেন জোকোভিচ। তবে চতুর্থ রাউন্ডে খেলার সময় হাটুর পুরনো চোটে নতুন করে আঘাত পান তিনি। পরে স্ক্যানে দেখা গেছে যে তার ডান হাঁটুর মেনিস্কাস ছিড়ে গেছে। তাই টুর্নামেন্ট থেকে সরে দাড়ান জোকোভিচ। সেরে উঠতে গিয়েছেন শৈল্যবেদের ছুরির তলে। ইনজুরি থেকে কবে নাগাদ ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেননি টেনিস কিংবদন্তি।

    উইলম্বডলন এবং প্যারিস অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কায় থাকা জোকোভিচ তার সর্বশেষ আপডেটে বলেছেন, ‘শেষ ম্যাচে আমার মেনিস্কাস ছিয়ে যাওয়ায় আমাকে কঠিন সিদ্ধান্ত নিয়ে হয়েছিল। আমি এখন সেরে উঠার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করছি। আমি আপনাদের জানাতে চাই যে আমার অস্ত্রোপচারটি ভালো হয়েছে।’

    সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জোকোভিচ আরও বলেছেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফেরত আসার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০