• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জোট থেকে বেরিয়ে যেতে পারে এমকিউএম, গদি নিয়ে বড় বিপাকে ইমরান খান

    জোট থেকে বেরিয়ে যেতে পারে এমকিউএম, গদি নিয়ে বড় বিপাকে ইমরান খান

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২২ | ১:১৬ অপরাহ্ণ

    নিজের দলের বহু সদস্যই গিয়েছেন ইমরান খানের বিরুদ্ধে। তবে খাতায় কলমে এই সব অ্যাসেম্বলি সদস্য এখনও ইমরান খানের দল পিটিআই-এর সদস্য। সেই ক্ষেত্রে খাতায় কলমে সব শরিকদের নিয়ে ইমরানের সরকারের পক্ষে থাকার কথা ১৭৯ জন সদস্য, যা সেদেশের সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।

    তবে এবার বড় একটি শরিক দলকেই হারাতে যাচ্ছেন ইমরান খান। এদিন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি একটি টুইট করে জানান, মুত্তাহিদা কউমি মুভমেন্ট (এমকিউএম) বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে।

    মঙ্গলবার রাতে এক বৈঠকে তারা সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যমে।

    পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে মুত্তাহিদা কউমি মুভমেন্টের সাতজন সদস্য আছে। এর জেরে পাকিস্তানের গদি থেকে ইমরানের বিদায় নিশ্চিত। এখন তার দলের ‘বিক্ষুব্ধ’ সদস্যরাও যদি সরকারের পক্ষে ভোট দেন, তাহলেও ইমরানের বাঁচার উপায় নেই।

    তবে এমকিউএম আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা দেয়নি। দলটির একজন মুখপাত্র জানিয়েছেন, খসড়া চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর সমন্বয় কমিটির দ্বারা এটি অনুমোদন হলেই কেবলমাত্র এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

    উল্লেখ্য, ৩৪২ আসন বিশিষ্ট পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে ম্যাজিক নম্বর হল ১৭২। খাতায় কলমে পিটিআই-এর সদস্য সংখ্যা ১৫৫। তবে ২০ জনেরও বেশি সদস্য শিবির বদল করেছেন এরই মধ্যে। তাছাড়া মুত্তাহিদা কউমি মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ, বালোচিস্তান আওয়ামী পার্টি এবং গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সদস্যদের মিলিয়ে জোট সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৭৯। তবে এবার মুত্তাহিদা কউমি মুভমেন্ট নিজেদের সমর্থন প্রত্যাহার করলে ইমরান খানের সরকারে থাকা মুত্তাহিদা কউমি মুভমেন্টের দুই মন্ত্রী পদত্যাগ করবেন। এর আগে বালোচিস্তান আওয়ামী পার্টিও সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিরোধীদের সাথে হাত মিলিয়েছিল। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদের সদস্য সংখ্যা ৪।

    এই শিবির বদলের ফলে খাতায় কলমে ইমরান খান সরকারের কাছে রয়েছে ১৬৪ জনের সমর্থন (পিটিআই বিদ্রোহী সদস্যদের নিয়ে)। অপরদিকে বিদ্রোহীদের সংখ্যা বেড়ে ১৭৫ হয়ে গিয়েছে। এই আবহে পাকিস্তানের গদি ধরে রাখা ইমরান খানের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে।

    উল্লেখ্য, গত ২৮ মার্চ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৬১ জন সদস্যের ভোটে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছিল। ৩১ মার্চ অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হবে। আলোচনা শুরু ৪ দিনের মধ্যে ভোটাভুটি হতে হবে অনাস্থা প্রস্তাবের উপর।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০