• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জয়দেবপুর জংশনে আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের দাবিতে মানববন্ধন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ৮:১২ অপরাহ্ণ

    গাজীপুরের জয়দেবপুর জংশনে আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং ও মাসিক টিকিটের দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরাম।

    আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল, দুপুর ও বিকেলে একই দাবিতে জয়দেবপুর জংশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্যাসেঞ্জার ফোরামের নেতাকর্মীসহ কয়েকশ যাত্রী অংশ নেন।

    সকাল ৭টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর-ঢাকা ট্রেন প্যাসেঞ্জার ফোরামের সভাপতি মো. ফান্তাহিল আলীম তামিম, সাধারণ সম্পাদক সাকিদুল ইসলাম পলাশ, প্রচার সম্পাদক ফয়সালসহ কয়েকজন যাত্রী।

    মানববন্ধনে বক্তারা বলেন, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার শত শত যাত্রী প্রতিদিন জয়দেবপুর জংশন থেকে ঢাকায় যাতায়াত করেন। টিকিটের অভাবে তারা প্রতিনিয়িত হয়রানির শিকার হচ্ছেন।

    জয়দেবপুর জংশন থেকে কমলাপুর রেলস্টেশনগামী যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং ও মাসিক টিকিট দেওয়ার দাবি জানান বক্তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০